প্রসেনজিৎ ধর :-সারদা মামলায় আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, ৬৫ পাতার চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পত্নী নলিনী চিদম্বরমের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলেন নলিনী চিদম্বরম৷ যদিও গোয়েন্দাদের কাছে নলিনী দাবি করেছেন, ওই টাকা তিনি আইনজীবী হিসাবে পরামর্শ দিয়ে কনসালটেন্সি ফি হিসাবে নিয়েছিলেন৷ কিন্তু, সূত্রের খবর, সেই সংক্রান্ত কোনও নথি তিনি দেখাতে পারেননি গোয়েন্দাদের৷নলিনী ওই অর্থ সুদীপ্তের কাছ থেকে নিয়েছিলেন ২০১১-১২ সালে। সেই সময় তাঁর স্বামী চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তদন্তকারীদের ধারণা, ওই দেড় কোটি টাকা ‘প্রোটেকশন মানি’ হিসাবেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমকে দিয়েছিলেন সুদীপ্ত সেন৷এই মামলায় এর আগেও নলিনীকে তলব করেছিল ইডি৷ তাঁর সম্পত্তিও এর আগে বাজেয়াপ্ত করা হয়েছিল৷ বর্তমানে তাঁর বিরুদ্ধে ৬৫ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি৷ এটি এই মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট৷ চার্জশিটের পাশাপাশি ১০০০ পাতার তথ্যপ্রমাণের নথিও ইডি জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷প্রসঙ্গত, সারদা মামলায় নাম জড়ানোর পরই নলিনী চিদাম্বরম দাবি করেছিলেন, ওই টাকা তিনি ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কনসালটেন্সি ফি বাবদ নিয়েছিলেন। যদিও ইডির দাবি, এর স্বপক্ষে কোনও নথি দেখাতে পারেননি নলিনী।