প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবার চার কেন্দ্রেই বিজেপির হারের পর সাংবাদিক বৈঠক করে নিজেদের সাংগঠনিক ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য।এদিন শমীক ভট্টাচার্যর স্পষ্ট বক্তব্য, ”এই মুহূর্তে দাঁড়িয়ে শাসকদলের বিরুদ্ধে ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই। এটা অস্বীকার করতে আমাদের লজ্জা নেই। আমরা পারিনি সে ধরনের সংগঠন তৈরি করতে – এটা আমাদের ব্যর্থতা।” এদিন শমীকবাবু দাবি করেন, ‘আমাদের চিরাচরিত ভোট ব্যাঙ্কের ওপর আক্রমণ হয়েছে। সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি। আজকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা আমাদের নেই। বোমা – গুলি দিয়ে যে ভাবে সন্ত্রাস চলল। দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় বাহিনীকে যে ভাবে পরিচালিত হতে হল নির্বাচন কমিশনকে এত বলার পরেও।’ তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে উপনির্বাচনে সাধারণত শাসকদলই জয়ী হয়। এটাই পশ্চিমবঙ্গের ট্রাডিশন। বাগদা ও রানাঘাটে যে ব্যবধানে হার হয়েছে তা প্রত্যাশিতই ছিল। তবে তার থেকে ব্যবধান একটু বেশি হয়েছে। কেন সেটা হয়েছে তা খতিয়ে দেখতে হবে। বিজেপি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে।’তবে ভোট লুট নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে ছাড়লেন না তিনি। বাগদা ও রানাঘাট দক্ষিণে মানুষকে জোর করে, ভয় দেখিয়ে শাসকের পক্ষে ভোট দেওয়ানো হয়েছে বলে অভিযোগ তাঁর।
Hindustan TV Bangla Bengali News Portal