ইন্দ্রজিত মল্লিক: সরকারি পিপিরা (সরকার পক্ষের কৌশুলি) কোর্টে গিয়ে সরকারের কথা বলছে না, এমনই মন্তব্য করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। শনিবার নজরুল মঞ্চে তৃণমূলের আইনজীবী সংগঠনের বার্ষিক সভা থেকে মন্ত্রী মলয় ঘটক এমনই মন্তব্য করেছেন। পাশাপাশি তাঁদের কার্যকলাপ ‘মনিটর’ করা হবে বলেও জানান।
শনিবার নজরুল মঞ্চে তৃণমূলের আইনজীবী সংগঠনের বার্ষিক সভায় আইনমন্ত্রী মলয় ঘটক ছাড়া নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। এই সভা থেকেই মন্ত্রী মলয় ঘটক হুঁশিয়ারির সুরে বলেন, “সরকারি প্যানেলে থাকলে সুবিধা পাওয়া যায়। সরকারি উকিল হয়েছেন কিন্তু সরকারের কোথা বলছেন না। সব মনিটর করা হবে।” তিনি আরও বলেন, “আইনজীবীদের আরও পড়াশুনা করতে হবে। যাতে কোনও মামলা বেরিয়ে না যায়। প্রাইভেট উকিলদেরদের থেকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।” এই সংগঠনের কনভেনর তরুণ চ্যাটার্জি বলেন, “কেউ বলে আমি ববিদা-শশীদির লোক। নেতাদের নাম নিচ্ছে। কিন্তু লড়তে হয় নিচের লোককে। যারা দল করে তোরা প্যানেলে নেই। তিনি সিপিএমকে নিশানা করে বলেছেন, “সিপিএমের লোক প্যানেলে ঢুকে পড়েছে। পরে বিজেপির সাথে চলে গেছে। প্যানেল মর্যাদা পাক। কোর্টের সেই দলই ঠিক করবে। সরকারি প্যানেলের থাকতে হলে তৃণমূল মনোভাবাপন্ন হতে হবে।”