দেবরীনা মণ্ডল সাহা :-দিনহাটার পর এবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি মাথাভাঙার তৃণমূল ব্লক সভাপতির | এবার বিজেপিতে যারা ভোট দিয়েছেন তাঁদের লক্ষ্ণীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি দিলেন কোচবিহারের আরও এক তৃণমূল নেতা। যা নিয়ে তুঙ্গে বিতর্ক।২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে মাথাভাঙা শহর তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় এই বিতর্কিত মন্তব্য করেন। শহরের ১ নম্বর ওয়ার্ডের একটি পথসভায় তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের বিতর্কিত মন্তব্য ব্যাপক আলোড়ন ফেলেছে শহরে। ১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যকে ঠিক এরকমই কথা বলতে শোনা গিয়েছিল। এবার মাথাভাঙা নেতার মুখেও একই কথা। বিশ্বজিৎ রায়কে ওই সভায় বলতে শোনা গিয়েছে, “যারা বেইমানি করে তাদের শিক্ষা দিতে হবে। সারা বছর তৃণমূলের খেয়েদেয়ে ভোটের সময় বেইমানি করলে শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য হবে আগামিদিনে।”এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা।বিজেপির কোচবিহার জেলা সভাপতি মনোজ ঘোষ বলেন, এই প্রকল্পগুলি তো মানুষের করের টাকায়। আর এটা তো তৃণমূল দেয় না। সরকার দেয়। সরকার তো সকলের। তাই সকলেরই তা পাওয়ার অধিকারী আছে। কী করে এটা বলতে পারে? মনোজ ঘোষ বলেন, “তাহলে সরকার কাগজে লিখে দিক তৃণমূলে ভোট দিলে এই প্রকল্প পাওয়া যাবে। না হলে নয়।”
Hindustan TV Bangla Bengali News Portal