দেবরীনা মণ্ডল সাহা :- মন্দারমণিতে বেড়াতে গিয়েছিলেন ৬ বন্ধু। সকলে মিলে সমুদ্রে স্নানে নেমেছিলেন। তখনই ঘটে বিপত্তি। মৃত্যু হয় ২ জনের। এখনও নিখোঁজ একজন। তাঁর খোঁজে চলছে তল্লাশি।গোটা ঘটনার জেরে মন্দারমণি সমুদ্র সৈকতে ছড়িয়েছে চাঞ্চল্য।জানা গিয়েছে, রবিবার দুর্গাপুর থেকে ৬ বন্ধুর একটি দল মন্দারমণি বেড়াতে আসেন। গোল্ডেন বিচ রিসোর্ট নামে একটি রিসোর্টে উঠেছিলেন তাঁরা। মঙ্গলবার রিসোর্ট লাগোয়া বিচে স্নান করতে নামেন সকলে। স্নানে নামার কিছু সময়ের মধ্যেই ৩ জন ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান। তড়িঘড়ি উদ্ধার কাজে নামেন নুলিয়ারা। মোট ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে একজন এখনও নিখোঁজ। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ উদ্ধার হওয়া পর্যটকদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসত। মৃত দুজনের নাম কৌশিক মণ্ডল ও সমর চক্রবর্তী বলে হাসপাতাল সূত্রে খবর। তবে এখন সকলের নাম পরিচয় জানা যায়নি।মন্দারমণি কোস্টাল থানার ওসি দেবব্রত বেরা বলেন, ‘আমরা পর্যটকদের পরিচয় জানার চেষ্টা করছি। দেহ দু’টি উদ্ধার করা হয়েছে। নিখোঁজের খোঁজে তল্লাশি চলছে।’তবে ওই ছয় যুবক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা এখনও জানা যায়নি।