প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ শাসনের স্লোগান ‘সব কা সাথ, সব কা বিকাশ’ বন্ধ করে দেওয়ার ডাক দিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | সেই সঙ্গে বিজেপির সংগঠনে বড় রকমের পরিবর্তনের প্রস্তাবও দিলেন। প্রধানমন্ত্রীর কথাও অবজ্ঞা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা? তাঁর একটি বক্তব্যের পরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মোদী যখন ‘সবকা সাথ সবকা বিকাশ’-র স্লোগান তুলে আসছেন, তখন শুভেন্দু সেই স্লোগান পালটে দিলেন। ‘সবকা সাথ সবকা বিকাশ’-র পরিবর্তে ‘জো হামারা সাথ, হাম উনকা সাথ’-র স্লোগান তুললেন। সেইসঙ্গে সংখ্যালঘু মোর্চা বন্ধ করে দেওয়ার নিদানও দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা।বুধবার কলকাতার সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে শুভেন্দু বলেন, ‘আজ জিতব। হিন্দু বাঁচাব। সংবিধান বাঁচাব। আর বলব…..। আমিও বলেছি, আমিও বলেছি, রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ। আর বলব না। বলব, জো হামারা সাথ, হাম উনকা সাথ। জো হামারি সাথ, জো হামারি সাথ, হাম উনকা সাথ। সবকা সাথ, সবকা বিকাশ বনধ কর। সংখ্যালঘু মোর্চার কোনও দরকার নেই।’শুভেন্দু যে ‘জো হামারা সাথ, হাম উনকা সাথ’-র স্লোগান তুলেছেন, তা বিজেপির ঘোষিত নীতির সম্পূর্ণ পরিপন্থী। মোদীর আমলে বিজেপি বরাবরই ‘সবকা সাথ সবকা বিকাশ’-র স্লোগান তুলে এসেছে। মোদী নিজে প্রায় সব জায়গায় সেই ‘সবকা সাথ সবকা বিকাশ’-র স্লোগান তোলেন। কিন্তু মোদীর সেই স্লোগানই পালটে দেন শুভেন্দু। আর তিনি যখন মোদীরও উলটো কথা বলেন, তখন সেই সায়েন্স সিটিতে বসেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্যরা।