Breaking News

মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি বিজেপির যুব মোর্চা সভাপতির?ছবি প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ!

নিজস্ব সংবাদদাতা :- বুধবার নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনটি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। যা নিয়ে নতুন করে আলোড়ন পড়েছে রাজ্য–রাজনীতিতে। এদিন সকাল ১১টা ১৯ মিনিটে কুণাল ঘোষ প্রথম একটি টুইট করেন। তাতে এক যুবককে মদ্যপ অবস্থায় উত্তর কলকাতার রাস্তায় গড়াগড়ি খেতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে কুণাল লেখেন, “উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা সভাপতি সূরয সিং কি মদ্যপ অবস্থায় রাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল? ছবি ও ভিডিও পেলাম। ওর লোকজনই দিল। সত্যতা যাচাই করা যায়নি। বিজেপি কি খোঁজখবর নেবে?”পাঁচ মিনিট পরে এ ব্যাপারে দ্বিতীয় টুইটে কুণাল আরও কিছু ছবি আপলোড করেন। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষদের দেখা যায়।৩০ মিনিটের ব্যবধানে আরও কিছু ছবি আপলোড করেন কুণাল। সেখানে একই ফ্রেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কাউন্সিলর সজল ঘোষের সঙ্গেও দেখা যাচ্ছে ওই যুবককে। পরের দুটি টুইটের ক্যাপশনে কুণাল লিখেছেন, “অনেকের সঙ্গে ছবি দেখছি। ছবি থাকলেই অপকর্মের দায় নেবেন তো? বিজেপি কিছু বলবে?”কুণাল ঘোষ যখন এই পোস্টটি এক্স হ্যান্ডেলে করেছেন তখন সায়েন্স সিটিতে ভোট পরাজয়ের পর্যালোচনা বৈঠক চলছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *