প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে,এমনটাই জানাল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। সেই কারণেই কয়েক দিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উনিশে জুলাই শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে। দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় ওড়িশাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তীসগড় ও বিদর্ভ এলাকায় অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গেছে।সপ্তাহান্তের নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী রবিবার ২১ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন। ওইদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হবে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে। সক্রিয় অক্ষরেখা বাংলা থেকে অনেকটা সরে গিয়েছে। তাই আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। যদিও উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা আপাতত খানিকটা কমবে। শনিবার থেকে উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টি।উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে শনিবার। রবিবার এই দুই জেলা ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে।