দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার কথা জানাল পূর্ব রেল। আগামী ২০ ও ২১ জুলাই শিয়ালদহ মেইন শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে রেল।
রেল সূত্রে জানানো হয়েছে, রেললাইন সংস্কারের কাজ হবে। সেকারণেই এই সিদ্ধান্ত। ফলে সপ্তাহান্তে আবার দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রীরা।
*শনিবার ২০ জুলাই বাতিল থাকছে যে সমস্ত ট্রেন*
নৈহাটি-ব্যান্ডেল: আপ 37557/ DN 37558
শিয়ালদহ–শান্তিপুর: আপ 31541/ DN 31540
শিয়ালদহ–রানাঘাট: আপ 31631/ DN 31636
কল্যাণী–সীমান্ত: ডাউন 31192
*রবিবার ২১ জুলাই বাতিল ট্রেনের তালিকা*
নৈহাটি-ব্যান্ডেল: আপ 37521, 37523, 37525, 37527/ ডাউন 37522, 37524, 37526, 37528
শিয়ালদহ–কৃষ্ণনগর: আপ 31811, 31813 / ডাউন 31812, 31814
শিয়ালদহ–শান্তিপুর: আপ 31511, 31513 / ডাউন 31514, 31516
শিয়ালদহ–রানাঘাট: আপ 31611 / ডাউন 31614
নৈহাটি- কল্যাণী সীমান্ত: আপ 31191
শিয়ালদহ–কল্যাণী: আপ 31311, 31313 / ডাউন 31314, 31316
রানাঘাট–নৈহাটি: আপ 31711 /ডাউন 31712
এছাড়া ২০ জুলাই 31341 শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকালের শেষ স্টেশন কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশন হবে। অন্যদিকে ২১ জুলাই রবিবার 31312 কল্যাণী সীমান্ত–শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে ছাড়বে নৈহাটি থেকে।
Hindustan TV Bangla Bengali News Portal