প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে এলেন। শুক্রবার সকালের বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক। গত ২৪-২৫ জুন লোকসভায় শপথগ্রহণের পর তিনি বিদেশে গিয়েছিলেন। চোখের চিকিৎসার জন্য অভিষেক গিয়েছিলেন বিদেশে।লোকসভা নির্বাচনের পর এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন ছুটির কথা। তাই তাঁকে কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। আজ, শুক্রবার কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে বেরতে দেখা গেল তাঁকে। ইমিগ্রেশন দফতর সূত্রের খবর, নরওয়ে থেকে অভিষেক দুবাই ফেরেন। তারপর দুবাই থেকে চার্টার্ড বিমানে চেপে কলকাতায় ফেরেন তিনি। একুশে জুলাইয়ের ঠিক আগে কলকাতায় ফিরলেন অভিষেক।এই বিদেশ থেকে ফিরে আসার পর স্বাভাবিকভাবেই একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন তিনি বলে খবর। সেখান থেকে দেবেন বার্তা। গুঞ্জন তৈরি হয়েছিল, এবারের একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক অনুপস্থিত থাকবেন। সেটায় আপাতত জল পড়ল বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যান অভিষেক। সংবাদমাধ্যমের সামনে কোনও কথা না বললেও মুচকি হেসে হাত নাড়েন। গাড়ির সঙ্গে কোনও কনভয়ও দেখা যায়নি এদিন। তাঁর সঙ্গে আর কেউ ছিলও না। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ১২ জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজনীতি থেকে সাময়িক বিরতি নেন অভিষেক।বিরতি নিয়ে ফিরে এসে রবিবার তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে, আপাতত সে দিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল ।
Hindustan TV Bangla Bengali News Portal