বিশ্বজিৎ নাথ:- কামারহাটির আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের অন্যতম শাগরেদ রাহুল গুপ্তা পুলিশের জালে। সূত্র বলছে, শুক্রবার রাতে বরানগর আলমবাজার বেলঘরিয়া থানার পুলিশ রাহুল গুপ্তাকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের সামনে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিংয়ের ডান হাত বলে পরিচিত এই রাহুল। মা-ছেলে মারধোরের ঘটনায় জয়ন্ত-সহ তাঁর শাগরেদরা ধরা পড়লেও, রাহুল বেপাত্তা ছিলেন। পুলিশের চোখ এড়িয়ে রাহুল বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকছিল। যদিও শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে আলমবাজার এলাকায় হানা দিয়ে বেলঘড়িয়া থানার পুলিশ রাহুল গুপ্তাকে পাকড়াও করেছে। দোলপিড়ি এলাকার টোটো স্ট্যান্ড থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে রাহুলের বিরুদ্ধে। শনিবার বেলঘরিয়া থানার পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে রাহুলকে ব্যারাকপুর আদালতে পেশ করেছে। এদিন বিচারক ধৃতকে চারদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।