Breaking News

‘‌যারা মসনদে এসেছে তারা কিছুদিনের অতিথি’‌,একুশের মঞ্চে মমতার পাশে থাকার বার্তা অখিলেশের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই। কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন শহর কলকাতার ধর্মতলার প্রাণকেন্দ্রে। আর এই হাইভোল্টেজ সমাবেশ হচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়ার পর। একই মঞ্চে এদিন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবকে। এখান থেকেই মানুষকে বার্তা দিলেন বিজেপির বিরুদ্ধে। শহিদ মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে তাঁর রসায়ন গোটা দেশের সামনে তুলে ধরা। রবিবারের মঞ্চে সেই রসায়ন স্পষ্ট ফুটে উঠল। বিরোধী শিবিরের দুই বড় শরিক দল যে আগামী দিনে হাত ধরাধরি করেই চলবে, একুশের মঞ্চ থেকে ভালো মতো বুঝিয়ে দিলেন অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় |নয়াদিল্লিতে যে সরকার গড়ে উঠেছে তা বেশিদিন টিকবে না বলেও সওয়াল করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। বিমানবন্দর থেকে অখিলেশ মুখ্যমন্ত্রীর বাড়িতে যান। সেখান থেকে সভাস্থলে একসঙ্গে যান দু’‌জনে। তারপর অখিলেশ বলেন, ‘‌আমরা, আপনারা নেতিবাচক রাজনীতি করি না। ইতিবাচক রাজনীতি করি। মানুষের জীবনে বদল আসবে শীঘ্রই। আমাদের একজোট হতে হবে। বদল আনতে হবে। কর্মীদের বলতে চাই, আপনাদের নেতা অনেক বড় নেতা। তিনি লড়াই করে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই দলকে এখানে পৌঁছেছেন। আরও দূরে যেতে হবে। আপনারা পাশে থাকবেন। আগামী লড়াইয়ে আমরাও আপনাদের পাশে থাকব।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *