Breaking News

কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের!সোনামুখী থানায় দায়ের এফআইআর খারিজের নির্দেশ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ অবশেষে ‘স্বস্তি’ পেলেন কলকাতা হাই কোর্টে। বাঁকুড়ার সোনামুখী থানায় দায়ের করা পুরনো এক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। শুক্রবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ সোনামুখী থানার ওই এফআইআর খারিজ করার নির্দেশ দিয়েছেন।প্রসঙ্গত,মামলাটি এক বছরের পুরনো। ২০২৩ সালে ১৩ এপ্রিল সোনামুখী থানার মানিকবাজার এলাকায় বিজেপির স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সাংসদ সৌমিত্র খাঁ’র নেতৃত্বে সেই কর্মসূচিতে সোনামুখী থানার তৎকালীন আইসি-র উদ্দেশে কুৎসিত গালিগালাজ করেন বলে অভিযোগ। আইসি সৌরদীপ্ত ভট্টাচার্য অভিযোগ করেন, সৌমিত্র খাঁ তাঁর বাবা-মায়ের নাম নিয়ে অশালীন মন্তব্য করেছেন। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিনই পুলিশ সোনামুখী থানার পালটা স্বত:প্রণোদিত মামলা দায়ের করেন সৌমিত্র খাঁ। সেই মামলায় বার বার তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। আর সেই কারণে সাংসদকে কঠিন শাস্তির মুখে পড়তে হয়। বিজেপি সাংসদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ১৮৯, ৩৩২, ৩৫৩, ৩৫৪এ, ১০৫, ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল।নিম্ন আদালতের সেই নির্দেশের পর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমিত্র। শুক্রবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল মামলার শুনানি। সেখানেই সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআরটি খারিজের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্বস্তিতে সাংসদ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *