প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুক্রবার সাতসকালে গিরিশ পার্কে অগ্নিকাণ্ড। গিরিশ পার্ক সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দকমলের ৫ টি ইঞ্জিন। অগ্নিদগ্ধ হন একজন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।দোতলা ওই বসতবাড়িটি গিরিশ পার্ক থানার অদূরেই অবস্থিত। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে হঠাৎ বাড়ির ভিতর একটি জোরালো শব্দ হয়, তার পরই নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে খবর, সকাল ৮টা ৫৭ মিনিটে দমকলের কাছে খবর যায়। তড়িঘড়ি দমকলের পাঁচটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। তত ক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। কালো ধোঁয়া বার হচ্ছিল দোতলা ওই বাড়ি থেকে। এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত আশপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল। তবে দমকলের পাঁচটি ইঞ্জিন দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায়। শেষে দমকল কর্মীদের চেষ্টায় সকাল ৯টা ৪০মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। আশেপাশের বাড়ির লোকজনদেরও বের করে আনা হয়। এরই মধ্যে অগ্নিগদ্ধ হন একজন। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে এলাকায় প্রবল আতঙ্ক রয়েছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন আয়ত্তে না আসলে বড়সড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড ঘটেছে।