Breaking News

গরু পাচার কাণ্ডের একটি মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, তাও থাকতে হবে তিহার জেলেই!

ইন্দ্রজিত মল্লিক, কলকাতা:- গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের ‘কেষ্ট’ তথা অনুব্রত মণ্ডল। গরু পাচার সিবিআই এর দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলো। দীর্ঘ সওয়াল জবাব শোনার পর বিচারপতি বেলা এম ত্রিবেদী ও সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ অনুব্রতর জামিন মঞ্জুর করেন। ২০২২ সালে ১১ আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টিতে নিজের বাসভবন থেকে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। প্রথমে তাঁকে আসানসোল সংশোধনগরে রাখা হয়। গরু পাচার কাণ্ডে অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। আসলসোল থেকে পরে তাঁকে তিহারে নিয়ে যাওয়া হয়। এই কাণ্ডে বিপুল পরিমাণ টাকার অবৈধ লেনদেনের অভিযোগে ইডিও গ্রেফতার করে।

সিবিআই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে জামিন মামলার শুনানি চলে। গরু পাচার মামলায় অন্যান্যরা জামিন পেয়েছে সেই মর্মেই অনুব্রত মণ্ডলকেও জামিন দেওয়া হোক বলে সওয়াল করেন কৌশলীরা। অপরদিকে সিবিআইয়ের কৌঁসুলিরা জমিনের বিরোধিতা করেন। অনুব্রত মণ্ডল প্রভাবশালী তাই জামিন পেলে প্রমাণ লোপাট করতে পারে তাই জামিন না দেওয়া হোক বলে শীর্ষ আদালতকে জানান। এই কারণে আগেও জামিন মঞ্জুর করেনি। প্রসঙ্গত, সিবিআই মামলায় জামিন পেলেও তিহার জেলেই থাকতে হবে কেষ্টকে। গরু পাচারে আর্থিক তছরুপ মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআইয়ের পর ইডি স্বপ্রণোদিত মামলা করেছিলো ইডি। সিবিআই হেফাজতে থাকাকালীনই ইডি গ্রেফতার করে। সুপ্রিম কোর্টে এই মামলায় জামিন পেলেও ইডির মামলা ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সেই মামলায় যতদিন না জামিন পাচ্ছে অতদিন পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের কেষ্টকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *