Breaking News

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্ত!কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও সাগর দ্বীপের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।এর ফলে আজ, বুধবার ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। আগামীকাল, বৃহস্পতিবার ও শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়।উত্তরবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা শুধু কালিম্পং জেলায়। শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। প্রশাসনকেও তা নিয়ে সাবধান করা হয়েছে। বিশেষত যান নিয়ন্ত্রণ এবং নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনকে সতর্ক হতে বলেছে আলিপুর। শুক্রবার এবং শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে হাওয়া অফিস।কেন এত বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়ার পরিবর্তনের জোড়া কারণ জানিয়েছে আলিপুর। তাদের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যা ৩.১ কিলোমিটার উঁচুতে বিস্তৃত। এ ছাড়া রয়েছে মৌসুমী অক্ষরেখা। গঙ্গানগর, হিসর, দিল্লি, হারদই, পুরুলিয়া, সাগর দ্বীপের উপর দিয়ে ওই অক্ষরেখা বিস্তৃত। ঘূর্ণাবর্ত এবং অক্ষেরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষার মরসুমে এমনিতেই বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। ঘূর্ণাবর্তের কারণে সেই বৃষ্টি আরও বাড়তে চলেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *