বিশ্বজিৎ নাথ :- ব্যারাকপুর আদালতের তরুণ আইনজীবী তন্ময় বিশ্বাসকে পুলিশি হেনস্থার প্রতিবাদে এসিজেএমের এজলাস বয়কটের ডাক দিল ব্যারাকপুর বার এসোসিয়েশন। বুধবার সকাল থেকে আদালতের আইনজীবীরা এসিজেএম এজলাস বয়কট করে কর্মবিরতি পালনে সামিল হয়েছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে তরুণ আইনজীবী তন্ময় বিশ্বাস আদালতের নির্দেশে তাঁর মক্কেলকে নিয়ে জেটিয়া থানায় গিয়েছিলেন। অভিযোগ, জেটিয়া থানার ওসি প্রদীপ কুমার আইনজীবীকে গালিগালাজ করেন এবং অপমানজনক কথা বলেন। অপমানিত আইনজীবী তন্ময় বিশ্বাস ব্যারাকপুর বার এসোসিয়েশন ও এসিজেএমের কাছে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের এসিজেএমের নির্দেশে মঙ্গলবার বিকেলে হাজিরা দিতে এসেছিলেন জেটিয়া থানার ওই পুলিশ অধিকারিক। অভিযোগ, ভূল স্বীকার করলেও, তিনি আইনজীবীদের কাছে ক্ষমা চাননি। এতেই ক্ষিপ্ত হয়ে আদালতের দুটি গেট আটকে আইনজীবীরা বিক্ষোভ দেখান। টিটাগড় থানার পুলিশ ও এসিপি বদিউজ্জামান পৌঁছে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির সামাল দেয়। এদিকে বুধবার বার এসোসিয়েশনের তরফে জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছিল। মিটিংয়ে এসিজেএম বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা। তাদের অভিযোগ, পুলিশ অধিকারিককে আড়াল করার চেষ্টা করছেন এসিজেএম। তাই তারা সম্মানের লড়াইতে আন্দোলনে নেমেছেন।
Hindustan TV Bangla Bengali News Portal