Breaking News

পশ্চিমবঙ্গে দুর্নীতির তদন্তে ইডি – সিবিআইয়ের তৎপরতা সন্তোষজনক নয়!শুভেন্দু-শমীকের সুর এবার শঙ্কর ঘোষের গলায়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিজেপির অন্দরেই ইডি-সিবিআইয়ের তদন্ত নিয়ে ক্ষোভের সুর। আগেই সুর চড়িয়েছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতো নেতারা। এবার একই পথে শঙ্কর ঘোষ।রাজ্যে বিভিন্ন দুর্নীতি তদন্তে ইডি – সিবিআইয়ের তৎপরতা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। শনিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, পশ্চিমবঙ্গে দুর্নীতির তদন্তে ইডি – সিবিআইয়ের তৎপরতা সন্তোষজনক নয়। এর আগে এই অভিযোগ করেছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ইডি – সিবিআই নিয়ে একই সুর শোনা গেল শঙ্করবাবুর কণ্ঠে।শিক্ষক নিয়োগ, রেশনসহ রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে ইডি ও সিবিআই। শঙ্করবাবু বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ ইডি – সিবিআইকে যে ভূমিকায় দেখতে চায় সেটা হচ্ছে না। তাদের তৎপরতায় ঘাটতি রয়েছে। কোর্টের তত্বাবধানে যে সব তদন্ত চলছে তাতে সিবিআই – ইডিকে আরও তৎপর হতে হবে। কেন্দ্রীয় সংস্থার গা ছাড়া মনোভাবে দুর্নীতিবাজদের মনোবল বাড়ছে। যার জেরে সাধারণ মানুষের সামনে তারা এই দাবি করে বেড়াচ্ছে যে, যথেচ্ছ দুর্নীতি করলেও কেউ তাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সমাজে এই ধারণা বদ্ধমূল হলে সমূহ বিপদ।’এর আগে কিন্তু প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সাফ বলেছিলেন, “ইডি-র আধিকারিকেরা অসম্পূর্ণ রিপোর্ট জমা দিয়েছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাঁদের আরও সিরিয়াস হওয়া উচিত। আরও তৎপরতার সঙ্গে তদন্তকে গুটিয়ে আনা দরকার।” ইডি-সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শমীক ভট্টাচার্যও। বলেছিলেন, “ওদের তদন্তে আমরা সন্তুষ্ট নই। দীর্ঘদিন ধরে এই তদন্ত চলছে। তদন্তের দীর্ঘসূত্রিতায় পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত। আমরাও বিরক্ত উত্তর দিতে দিতে। দ্রুত এই তদন্ত শেষ করা উচিত।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *