প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতার আরজিকর হাসপাতাল চত্বরে মৃত্যু হল এক ভবঘুরের। স্থানীয়দের একাংশের বক্তব্য, শনিবার সকালে হাসপাতালের আউটডোর বা বহির্বিভাগের বাইরে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। যদিও মৃতের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাকে ঘিরে শনিবার সকালে শোরগোল তৈরি হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে টালা থানার পুলিশ। তবে এব্যাপারে আর জি কর মেডিক্যাল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে আর জি করের আউটডোরের সামনের সিঁড়িতে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও হাসপাতালের চিকিৎসকরা ঘটনাস্থলে আসেন। শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকেই ওই ব্যক্তি আর জি করের আউটডোরের সামনে ঘোরাফেরা করছিলেন। শুক্রবারও তাঁকে স্থানীয়রা আউটডোরের সামনে সিঁড়িতে বসে থাকতে দেখেছিলেন। স্থানীয়দের কথায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে দেখেই মনে হচ্ছিল রুগ্ন। চিকিৎসা পেলে হয়তো তিনি বেঁচে যেতেন|স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য ভবঘুরেদের সঙ্গে মৃত ব্যক্তিও হাসপাতালের সামনে থাকতেন। তাঁর পায়ে সমস্যা ছিল। স্থানীয়দের একাংশ জানান, ওই ভবঘুরেদের হাসপাতালেই চিকিৎসা করানো হয়। কেউ কেউ অবশ্য পালিয়ে গিয়ে অন্য কোথাও আশ্রয় নেন। তবে এ ক্ষেত্রে কী হয়েছে, তা এখনও অবধি স্পষ্ট নয়। তবে বেলার দিকে দেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিনা চিকিৎসার কারণেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃক্ষর অফিসিয়ালি কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।