Breaking News

আওয়ামী সরকারের পতন! বিক্ষোভের মুখে বাংলাদেশ ছাড়লেন হাসিনা,গণভবনের দখল নিল জনতা

নিজস্ব সংবাদদাতা :-দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আজ, সোমবার বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খবর এএফপি সূত্রে। জানা গিয়েছে, সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন হাসিনা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নিয়েছে বিক্ষুব্ধ জনগণ। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা।এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও ছিলেন বলে সূত্রের খবর। যদিও সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের আগরতলার উদ্দেশে রওনা দিয়েছেন। তবে এদেশই তাঁর গন্তব্য কিনা সে বিষয়ে কোনও সত্যতা মেলেনি। সূত্রের খবর, তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাঁকে দেওয়া হয়েছিল বলে খবর। তাঁর পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই এই মুহূর্তে আগুন জ্বলছে বাংলাদেশে ৷ যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমনীয় হওয়ার কোনও ইঙ্গিত দেননি।ইতিমধ্যোই গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছেন। বিক্ষোভ-প্রতিবাদের আগুনে ফুটছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে কাতারে কাতারে মানুষ নেমেছেন পথে। গণ আন্দোলনর মুখে রাস্তা থেকে সরে গেল সেনাবাহিনীও| আন্দোলনকারীদের দখলে ঢাকার রাজপথ। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনার শাসন জারি করা হতে পারে।তবে কাদের নিয়ে এই অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে, সেই বিষযে বিস্তারিত জানাননি বাংলাদেশি সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, বঙ্গবভনে গিয়ে আরও আলোচনা করে তা ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি। আন্দোলকারী ছাত্রদের তিনি শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।শেখ হাসিনার সরকারের পদত্যাগ। এই এক দফা দাবিতে রবিবার হাজার হাজার ছাত্র ঢাকার রাস্তায় নেমেছিলেন। পুলিসের সঙ্গে দফায় দফায় তাঁদের সংঘর্ষ হয়েছে। শেখ হাসিনা নিজে অবশ্য অভিযোগ করেছেন, বাংলাদেশ জুড়ে যারা হিংসা ছড়াচ্ছে তারা ছাত্র নয়, সন্ত্রাসবাদী৷ এদিকে বাংলাদেশের ঘটনা পরম্পরা যে পথে এগোচ্ছে তা চিন্তা বাড়াচ্ছে নয়া দিল্লির।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *