দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘বাংলাদেশে যে ঘটনা, সেই ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা বা ভারতের শান্তি নষ্ট হয়’। অশান্ত বাংলাদেশ। পদত্যাগ করছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই দেশ ছেড়েছেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি লন্ডনে যেতে পারেন। অশান্ত বাংলাদেশের ঢেউ এপাড় বাংলাতেও পড়েছে। কলকাতার মারক্যুইস স্ট্রিটে থাকা বাংলাদেশি নাগরিকরা পথে নেমেছেন। শহর কলকাতার বুকে কার্যত উল্লাসের ছবি। এই পরিস্থিতিতে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্ত থাকার বার্তা দিলেন তিনি। প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, ‘‘বাংলার সবাইকে আমরা শান্ত থাকতে অনুরোধ করব। কেউ যেন উত্তেজনা না ছড়ায়। প্ররোচনায় পা না দেয়। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী যা জানাবেন, তাই আমরা করব।’’মুখ্যমন্ত্রী তখন বিধানসভায়। খবর পান, আগরতলায় নেমে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা। এরপরই রাজ্য পুলিসে ডিজি ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ‘সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করছি, শান্ত থাকুন, সুস্থ থাকুন। দেশে যে সরকার আছে তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনও মন্তব্য করবেন না যাতে কোনও হিংসা বা প্রতিরোধ শুরু হতে পারে। বিশেষ করে বিজেপি নেতাদের বলছি, কারণ আপনারা ইতিমধ্যেই নানা কিছু পোস্ট করছেন। যে পোস্টগুলো করা উচিত নয় বলেই আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলছি কেউ কোনও পোস্ট করবেন না’।