Breaking News

চূড়ান্ত বিশৃঙ্খলা,লুটপাঠ! গণভবনের দখল নিল জনতা,হাসিনার পরে বাংলাদেশের সব ভার এখন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হাতে

প্রসেনজিৎ ধর :- নীরবে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফার কথা ঘোষণা করেছে সে দেশের সেনাপ্রধান। কারণ অশান্ত বাংলাদেশের দায়িত্ব তাঁরই কাঁধে। তিনি বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন, ‘দেশে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে। তবে সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন সমস্ত হত্যার বিচার করা হবে।’ হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ৷ এদিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান৷ তার পর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়৷ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি আরও জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁরা দাবি জানাবেন৷হাসিনা দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেয় বিক্ষোভকারীরা৷ রীতিমতো লুঠপাট শুরু হয় সেখানে৷ ঢাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টাও করতে দেখা যায় বিক্ষোভকারীদের৷ অন্যদিকে ঢাকার একটি সেনা ছাউনি থেকে সেনা নিরাপত্তায় হাসিনাকে নিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই ভারতের আগরতলায় নামে সেই হেলিকপ্টার৷প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর আপাতত বাংলাদেশের সব দায়িত্ব সেনা প্রধানের কাঁধে। কে এই জেনারেল ওয়াকার-উজ-জামান? সেনা হিসেবে প্রায় চার দশক ধরে কাজ করছেন তিনি। দু’বছর ধরে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষাবাহিনীতেও ছিলেন তিনি। মাত্র ২ মাস আগে, গত জুন মাসে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। প্রাক্তন জেনারেল এসএম সইফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব নেন তিনি। বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে দায়িত্ব সামলেছেন তিনি। মূলত পদাতিক বাহিনীরই সদস্য ছিলেন তিনি। ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন, ইনডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড, ইনফ্যান্ট্রি ডিভিশনের সদস্য থেকেছেন তিনি। এছাড়া স্কুল অব ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স ও সেনা হেডকোয়ার্টারেও দায়িত্বরত ছিলেন। বাংলাদেশের মিলিটারি অ্যাকাডেমিতে পাঠ নেন ওয়াকার-উজ-জামান। পরবর্তীতে মীরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, জয়েন্ট সার্ভিস কমান্ড ও ইউকে-র স্টাফ কলেজে পড়াশোনা করেন তিনি। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ও লন্ডনের কিংস কলেজে প্রতিরক্ষা নিয়ে পড়াশোনা করেন ওয়াকার-উজ-জামান। বাংলাদেশে সেনাবাহিনীতে দক্ষতার জন্য একাধিক মেডাল পেয়েছেন তিনি।আপাতত সেই সেনাপ্রধানই বাংলাদেশের দায়িত্ব সামলাবেন। অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি, তিনি আশ্বাস দিয়েছেন, প্রতিটি মৃত্যুর বিচার হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *