নিজস্ব সংবাদদাতা:- প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের পর এবার তার পুত্র বিজেপি বিধায়ক পবন সিংকে তলব। একই দিনে জোড়া নোটিস অর্জুন ও পবনকে। বুধবারই গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন পিতা-পুত্র।পুরনো একটি মামলায় ফের বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করল বারাকপুর পুলিশ কমিশনারেট। বুধবারই তাঁকে গোয়েন্দা দপ্তরে হাজিরা দিতে হবে বলে নির্দেশ নোটিসে। তদন্তে সহযোগিতায় রাজি অর্জুন সিংও। মঙ্গলবার নোটিস পেয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বুধবার কমিশনারেটের গোয়েন্দাদের মুখোমুখি হবেন। তবে গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা দিলেন অর্জুন সিং। এদিন তাঁর ছেলে, ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে অন্য একটি মামলায় নোটিস পাঠানো হয়েছে। তাঁকেও হাজিরা দিতে হবে বুধবার।একজন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ, অপরজন বর্তমান ভাটপাড়ার বিধায়ক। দুজনেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা। এবার একযোগে একই দিনে পিতা ও পুত্রকে জোড়া নোটিস ধরাল রাজ্য পুলিশ। গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে জানিয়েছেন অর্জুন-পবন দুজনেই। প্রসঙ্গত এর আগেও একাধিকবার ভবানীভবন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতরে প্রাক্তন সংসদ অর্জুন সিংকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবানী ভবনে হাজিরা দিলেও আইনি রক্ষাকবচের জেরে অর্জুন সিংকে তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি।