দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ তুলে ৯ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি ৷ সেই মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট|কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মিছিল করা যাবে। আর হাজার সমর্থক মিছিলে অংশগ্রহণ করতে পারবে। সব রকম নিয়মশৃঙ্খলা মেনে মিছিল করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রবীন্দ্র সরোবর থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করার অনুমতি জানিয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি । অভিযোগ, আলিপুর চিড়িয়াখানাকে বেসরকারি ব্যবসার কাজে ব্যবহার করতে চায় রাজ্য সরকার| ৯ জানুয়ারি বেলা একটায় রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয় |সেই আবেদনের শুনানিতে বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করা যাবে | মিছিল পিটিএস হয়ে চিড়িয়াখানার সামনে দিয়ে গিয়ে ন্যাশনাল লাইব্রেরির সামনে শেষ হবে । বেলা ১২ টা থেকে শুরু করে বিকেল তিনটের মধ্যে শেষ করতে হবে মিছিল | মিছিলে এক হাজার লোক সামিল হতে পারে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি| জানা গিয়েছে, এই মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।