প্রসেনজিৎ ধর :- আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই জাতীয় রাজনীতিতে বড় চমক। বুধবারই জানা যায়, আগামী দিল্লি ভোটে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)-কে খোলাখুলি সমর্থন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস!বাংলার শাসকদলের তরফে এই সমর্থন আসতেই পাল্টা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।এই সমর্থন প্রকাশের জন্য সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মমতা দিদির কাছে কৃতজ্ঞ। সময় খারাপ হোক বা ভালো, সবসময় এভাবে আমাদের সমর্থন করার জন্য এবং আমাদের আশীর্বাদ করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।’এর আগে আম আদমি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরের শিবসেনাও।
মঙ্গলবারই দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে ভোট দেবেন দিল্লিবাসী। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। ভোটের দিন ঘোষণার আগেই একলা চলো নীতি নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণা করেছিলেন, বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করবে আপ । ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অবশ্য দিল্লিতে একজোট হয়েই লড়েছিল ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং আম আদমি পার্টি। ২০১৫ এবং ২০২০ সালে দিল্লির বিধানসভা ভোটে বিপুল ভোটে জিতে ক্ষমতা দখল করেছিল কেজরিওয়ালের দল। ৭০টি আসনের মধ্যে জিতেছিল যথাক্রমে ৬৭ এবং ৬২টিতে। এ বার হ্যাটট্রিকের দৌড়ে তারা। ২০২০ সালে মাত্র আটটি আসন পেয়েছিল বিজেপি । কংগ্রেস খাতাই খুলতে পারেনি। তবে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় ছিল হাত-ই। এবার ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস |