দেবরীনা মণ্ডল সাহা:-সিপিএমের ২৬তম কলকাতা জেলা সম্মেলনে সর্বসম্মতিক্রমে পুনরায় জেলা সম্পাদক নির্বাচিত হলেন কল্লোল মজুমদার। এবার ৬৬ জনের জেলা কমিটিতে নতুন ৪ জন স্থান পেয়েছেন।কলকাতায় পার্টির চার উল্লেখযোগ্য মুখকে জেলা কমিটি থেকে বাদ দেওয়া হল। অব্যাহতি পেয়েছেন বর্ষীয়ান ৪ নেতা – প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, দেবাঞ্জন চক্রবর্তী, গৌতম বন্দ্যোপাধ্যায় ও অশোক চট্টোপাধ্যায়। অনাদি সাহু বর্তমানে দলের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক। পার্টির রাজ্য কমিটির সদস্যও। দেবাঞ্জন বর্তমানে কলকাতা জেলা সিটুর সম্পাদক। তাই তাঁকে জেলা কমিটির বাইরে রাখা হল। সবমিলিয়ে কলকাতা জেলা কমিটি থেকে মোট ১২ জন বাদ পড়েছেন বয়স এবং খারাপ পারফরম্যান্সের কারণে।প্রমোদ দাশগুপ্ত ভবনে সোমবার রাতে শেষ হয়েছে সিপিএমের ২৬তম কলকাতা জেলা সম্মেলন। তিন দিনের সম্মেলনের শেষ দিনে গঠিত হয়েছে ৬৬ জনের নতুন জেলা কমিটি। বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে তিন জনকে। সেই কমিটিতেই সংখ্যার নিরিখে সামান্য এগিয়ে রয়েছে উত্তর কলকাতা। জেলা কমিটিতে নতুন অন্তর্ভুক্তি হয়েছে ১২ জনের। তাঁদের মধ্যে আছেন তরুণ প্রজন্মের পৌলবি মজুমদার, বিকাশ ঝা-রা। যুব সংগঠনের নেতৃত্বে থাকায় তাঁরা আগে আমন্ত্রিত হিসেবে জেলা কমিটিতে ছিলেন, এ বার পূর্ণাঙ্গ সদস্য হলেন।তবে এবারও সিপিএমের কলকাতা জেলা সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন কল্লোল মজুমদার। এ নিয়ে পরপর তিনবার কলকাতা জেলা সিপিএমের সম্পাদক হলেন তিনি।