বাবলু প্রামাণিক,দক্ষিণ ২৪ পরগনা:-প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের প্রকল্পের ঘোষণা ভারতবর্ষের সকল মানুষকে স্বনির্ভর করার পক্ষে এগোচ্ছে বাংলা | রায়দিঘীতে ‘সরকার ভারতী’ সংগঠনের পক্ষ থেকে সোমবার ৬০০ জন কৃষকদের নিয়ে একটি সভা করা হয় | কৃষকদের থেকে কোন অসাধু ব্যক্তি তাদের গচ্ছিত অর্থ ছিনিয়ে না নিতে পারে সেই দিকে প্রথম লক্ষ্য হলো ‘সরকার ভারতী’|’সরকার ভারতী’ সংগঠনের পক্ষ থেকে কৃষকদের জন্য ন্যায্য দাম যেন ফসলে পায়,সেদিকে মূল লক্ষ্য ‘সরকার ভারতী’র|
অন্যদিকে তাঁদের মূল লক্ষ্য কৃষকদের জন্য রায়দিঘীতে হিমঘর তৈরি করা | কৃষকদের জন্য স্থায়ী বাজার চালু করার উদ্যোগ, এমনই নানান প্রকল্প নিয়ে কৃষকরা সোমবার সমাবেশ করেন | এদিনের সমাবেশের উদ্যোক্তা ছিলেন ‘সরকার ভারতী’ রায়দিঘির সম্পাদক প্রদ্যুৎ বৈদ্য | এদিন তিনি বলেন সারা ভারতবর্ষের মানুষ আজ প্রধানমন্ত্রীর জয়জয়কার করছে|তিনি কৃষকদের জন্য ভাবছেন, কৃষকদের একাউন্টে ছয়হাজার করে টাকা পাঠাচ্ছে | নানান প্রকল্পের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর ও স্বনির্ভর করার চেষ্টা করছেন বলেও জানান তিনি | অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তাঁর | তাই রায়দিঘি সমস্ত কৃষকরা একজোট হয়ে কৃষি আইন সমর্থনে এই বিশাল সমাবেশ বলেও জানান তিনি |