সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:-নির্বাচনের আগেই রীতিমত উত্তপ্ত খেজুরি | ফের খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি | বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে | রক্তাক্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় | যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল | বিজেপির অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ ব্লকের রামচক এলাকায় বিজেপি নেতা সন্দীপ হাজরা দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ | শুধু ওই বিজেপি কর্মীর বাইক ছিনতাই করে বলে অভিযোগ | অন্য বিজেপি কর্মীরা ছুটে এলে ওই বিজেপি কর্মীকে সেখানে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা বলে অভিযোগ |
রক্তাক্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে খেজুরি একটি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় | রক্তাক্ত জখম বিজেপি কর্মী সন্দীপ হাজরা উত্তর মণ্ডলের কোষাধক্ষ্য পদে ছিলেন | ঘটনার পরই রীতিমত আতঙ্কিত এলাকায় বাসিন্দারা | কাঁথি সংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তাপস দলাই অভিযোগ করে বলেন, খেজুরিতে তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে | তাই বেছে বেছে বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে | যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর মামুদ হোসেন বলেন,এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোন কর্মী যুক্ত নয়| এটা আদি বনাব নব্য বিজেপির লড়াই| এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা সজাগ রয়েছে পুলিশ প্রশাসন |