প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর কাণ্ড নিয়ে বেশ কিছুদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবার গোটা দেশে ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার দাবি জানালেন তিনি। সেই আইনে ৫০ দিনের মধ্যে গোটা বিচারপ্রক্রিয়া নিষ্পত্তি করে দোষীদের কঠোর শাস্তির কথা বলেন তিনি।এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন, ‘গত ১০ দিন ধরে আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, বিচার চাইছেন৷ কিন্তু, ঠিক যখন বিচারের প্রত্যাশায় মানুষ পথে নামছেন এই নারকীয় ঘটনার বিচার চেয়ে, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটছে৷ দুঃখজনক ভাবে, বৃহত্তর ক্ষেত্রে এর সমাধানের প্রশ্ন থেকে যাচ্ছে আলোচনার বাইরেই৷’এরপরে অভিষেক লেখেন, ‘প্রত্যেক দিন ৯০টি করে ধর্ষণের ঘটনা, প্রতি ঘণ্টায় ৪ জন এবং প্রত্যেক ১৫ মিনিটে একজন৷ এই মুহূর্তে কোনও কঠিন পদক্ষেপ যে কতটা জরুরি তা আমাদের কাছে এখন পরিষ্কার৷ আমাদের প্রয়োজন কড়া আইন, যা ঘটনার ৫০ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া এবং দোষীদের শাস্তি প্রক্রিয়া নিশ্চিত করবে৷ কড়া শাস্তির বিধান দেবে৷ শুধু মাত্র ফাঁকা প্রতিশ্রুতি নয়৷ রাজ্য সরকারদের উচিত কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী কড়া আইন এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা৷ তার চেয়ে কম কোনও কিছুই মেনে নেওয়া যায় না৷’
Hindustan TV Bangla Bengali News Portal