দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে । সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে রাজি হল না হাইকোর্ট। আরজি করের ঘটনায় সংবাদমাধ্যম যে খবর প্রকাশ করেছে তার উপরে সার্বিক নিষেধাজ্ঞা জারির আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। বুধবার সেই মামলায় বিচারপতি শম্পা সরকার আর্জি খারিজ করে দিয়ে জানান, এই পর্যায়ে সংবাদমাধ্যমের উপর সার্বিক নিষেধাজ্ঞার প্রয়োজন বোধ করছে না কোর্ট। কোনও নির্দিষ্ট সংবাদ নিয়ে আপত্তি থাকলে প্রেস কাউন্সিলের দ্বারস্থ হতে পারেন বা মানহানির মামলা করতে পারেন।সন্দীপ ঘোষের দাবি ছিল, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন খবর প্রকাশ করা হচ্ছে, যাতে তাঁর সম্মানহানি হচ্ছে। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে, মামলাকারী এমন কোনও তথ্য দেখাতে পারেননি যাকে মিডিয়া ট্রায়াল বলা যায়। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া নিয়েও সংবাদমাধ্যমে এখনও কোনও উস্কানিমূলক প্রতিবেদন প্রকাশিত হয়নি। তাই এই অভিযোগ খাটে না।