দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নবান্ন অভিযান ঘিরে হাওড়া ব্রিজে তুলকালাম। রণক্ষেত্র সাঁতরাগাছি। সাঁতরাগাছি ব্যারিকেড উপড়ে ফেলল আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি শুরু হয়েছে। ছত্রভঙ্গ করতে জলকামান ছোঁড়া হচ্ছে। কুণাল ঘোষ বলেন,’বিজেপি এই অরাজকতা তৈরির চেষ্টা করছে..’!এদিন কুণাল ঘোষ বলেন,’ পিছনে ৩০ টা লোক নেই। কিছু লোক কোথাও কোথাও জমায়েত হয়েছে। সেগুলি সম্পূর্ণ বিজেপি প্রভাবপুষ্ট বিজেপির লোকজন। অর্জুন সিং মিছিলে হাঁটছেন। দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি। বিজেপি এই অরাজকতা তৈরির চেষ্টা করছে। ফলে যারা অরাজনৈতিক,…অনেককে বলতে শুনছি অরাজনৈতিক কর্মসূচি ডাকা হয়েছে। কেন ?তাহলে, যারা ডাকলেন, তাহলে যারা ডাকলেন তাঁরা যে, বিজেপির লোক, আরএসএস এর লোক, গতকাল প্রেসক্লাবে স্বীকার করেছেন, তো সেগুলি আপনারা প্রকাশ্যে বলুন !’মঙ্গলবার মিছিল শুরু হতেই ছবি গেল বদলে। দেখা গেল, মিছিল শুরুর অন্যতম স্থান কলেজ স্কোয়ার থেকে জমায়েতের নেতৃত্বে বিজেপি নেতা অর্জুন সিং| অন্যদিকে, বিধানসভায় এসে বিরোধী দলনেতাও হুঁশিয়ারি দিলেন, আজকের অভিযানে ছাত্রদের গায়ে হাত পড়লে তাঁরা অবস্থানে বসবেন। অত্যাচার হলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করা হবে। আশ্বাস দিয়েছেন, আইনি সহায়তা করা হবে প্রতিবাদকারীদের। আর এ থেকেই স্পষ্ট, এই নবান্ন অভিযানে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে’র আড়ালে আসলে বিজেপিই।