প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর জি কর কাণ্ড নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই উত্তাল রাজ্য তথা দেশ। হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় বইছে। একইসঙ্গে দেশের সর্বত্রই চলছে প্রতিবাদ আন্দোলন। কিন্তু বিগত ১৫ দিনে শুধু আরজি কর নয় একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ঘটেছে একাধিক ধর্ষণের ঘটনা। এই পরিপ্রেক্ষিতে ধর্ষণ আইন বদলের পক্ষে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার আরজি করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্রসমাজ। সেই দিন সকালেই সমাজমাধ্যমে ওই পোস্ট করেছেন অভিষেক। খবরের শিরোনাম দিয়ে যে কোলাজ অভিষেক পোস্ট করেছেন, তার শিরোনাম— ‘‘আরজি করের ঘটনার পর থেকে ১৫ দিনে মহিলাদের বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক অত্যাচারের একাধিক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে।’’ সেই সমস্ত শিরোনামের কোথাও লেখা যোধপুরে মন্দিরের বাইরে শুয়ে থাকা তিন বছরের শিশুকে ধর্ষণের কথা। কোথাও লেখা অসমে ১৪ বছরের কিশোরীকে টিউশন পড়ে ফেরার পথে ধর্ষণ। আবার ওড়িশায় দুই রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আইসিইউয়ের চিকিৎসকের বিরুদ্ধে! অভিষেক লিখেছেন, ‘‘ভারতের এই পরিস্থিতির জবাব একটাই। কঠোর ধর্ষণবিরোধী আইন প্রয়োজন, যা ৫০ দিনের মধ্যে ধর্ষণে অভিযুক্তের শুনানি এবং দোষী সাব্যস্ত করার বিষয়টি নিশ্চিত করবে। কারণ, দেশে ধর্ষণে দোষী সাব্যস্ত করার হার মাত্র ২৬ শতাংশ।’’ অর্থাৎ, পুলিশের কাছে রিপোর্ট দায়ের হওয়া প্রতি ১০০টি ধর্ষণের ঘটনায় ২৬ জন দোষী সাব্যস্ত হন। বাকি ৭৪ জন ধর্ষণের শাস্তিই পান না।পরিশেষে অভিষেকের দাবি,’ধর্ষণের অপরাধে সুবিচার পাইয়ে দিতে হলে, অবিলম্বে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ধর্ষণবিরোধী কঠোর আইনের দাবি জানাতে হবে। যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুবিচার পাইয়ে দেবে। এছাড়া অন্য কোনও চেষ্টা সারবত্তাহীন প্রচেষ্টা হবে। আদতে কোনও কাজ হবে না।’