Breaking News

আর জি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকের কাজে ফিরতে অনুরোধ মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- টিএমসিপির সমাবেশ থেকে নরমে গরমে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কড়া বার্তা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ অগস্ট মধ্যরাতে আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডের প্রতিবাদে ৯ অগস্ট থেকে কর্মবিরতিতে নেমেছেন আরজি কর-সহ রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। পরে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে শামিল হয়েছিলেন সারা দেশের চিকিৎসকরাও। তবে সুপ্রিম কোর্টের অনুরোধের পর সারা দেশের চিকিৎসকরা কাজে ফিরলেও বাংলার জুনিয়র চিকিৎসকরা এখনও কর্মবিরতিতে অনড় | ওই প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের প্রথমে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানান। বলেন, “যখন জুনিয়র চিকিৎসকরা দেশজুড়ে কর্মবিরতি করছিলেন তখন আমরা অ্যাকশন নিইনি। তার কারণ আমি মনে করছি ওদের আন্দোলন সঙ্গত। ওরা ওদের বন্ধুর বিচার চাইছে। কিন্তু দিল্লিতে ওরা ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল এখনও পর্যন্ত যাঁরা কাজে যোগদান করেননি কিছু বলবেন না, পরে রাজ্যের উপর ছাড়লাম।” এরপরই মমতার প্রশ্ন, “আজ কত দিন হল? কর্মবিরতি চলছে?” মুখ্যমন্ত্রী সুর নরম সুরে এও বলেছেন, “আজও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে। আমি চাই ভালভাবে করুক। তবুও আমি বলব আপনাদের অনেক মানুষ চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে। এরা গরিব লোক। বড়লোকরা প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করতে পারে। গরিবরা পারে না। ওরা কোথায় যাবে?”এরপরই ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, “কারও বিরুদ্ধে লিগ্যালি অ্যাকশন নিই তাহলে সে বিচার পাবে না। তার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে। আমরা একমাত্র সরকার, যারা নারী সুরক্ষার জন্য রাত্রি সাথী তৈরি করেছি। ১০০ কোটি টাকা স্যাংশান করেছি। সিসিটিভি, আলো সহ পরিকাঠামো উন্নতি করেছি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *