দেবরীনা মণ্ডল সাহা :- এবার জলপাইগুড়ি তৃণমূলে ভাঙন | দল ছাড়লেন তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রূপম ঘোষ| উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি হিসেবেও পরিচিত ছিলেন তিনি | তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের পর্যবেক্ষক পদেও ছিলেন এই নেতা | ইতিমধ্যেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে | এছাড়াও পদত্যাগপত্র পাঠিয়েছেন পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক পর্যটনমন্ত্রী গৌতম দেব, যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৌকত চট্টোপাধ্যায় এবং ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিকের কাছে | সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই তাঁর সঙ্গে তৃণমূল শিবিরের দূরত্ব তৈরি হয়েছিল | আগেও বেশ কয়েকবার দল ছাড়ার চেষ্টা করেছিলেন রূপম | সেই সময় তাঁকে নিরস্ত করেছিলেন দলের নেতারা। এবার আর তা হল না | দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন রূপম ঘোষ| তার মধ্যে বড় অভিযোগ হল সিন্ডিকেট আর কাটমানির অভিযোগ | তিনি অভিযোগ করেছেন, যাঁরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাঁরাই তৃণমূলে বেশি সম্মান পান | কিন্তু তাঁর মতো কর্মীদের সম্মানের বড়ই অভাব | রূপম ঘোষের পদত্যাগে দলে কোনও প্রভাব পড়বে না,এমনটাই দাবি করেছেন যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা ইউনিট | তাদের দাবি রূপম ঘোষের সঙ্গে কোনও লোকই নেই | তিনি দলে সেরকম সক্রিয় ছিলেন না | বুধবার শিলিগুড়িতে বিজেপির একটি বড় সভা রয়েছে | সেখানেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর | তবে এব্যাপারে রূপম ঘোষ স্পষ্ট করে কিছু বলেননি |