প্রসেনজিৎ ধর :- উত্তরবঙ্গ সফর শুরুতেই বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | আজ দার্জিলিং-এ ঘুম স্টেশনের কাছে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো হল | গুরুং অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের তীর | ২০১৭ সালের ৫ অক্টোবরের পর আবার ২০২১-এর ২৩ ফেব্রুয়ারি। আবার মঙ্গলবার দার্জিলিংয়ে পা রাখলেন দিলীপ ঘোষ | তবে সেই সফরও শুরু হল কালো পতাকা দেখে | বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পাহাড়ে ঘুঁটি সাজাচ্ছে পদ্ম শিবির | আজ কার্যত তারই সূচনা | গুরুংহীন বিজেপির সভার দিকে তাকিয়ে গোটা পাহাড় | মঙ্গলবার সকালেই পাহাড়ের উদ্দেশে রওনা দিয়েছেন দিলীপ | সঙ্গে রয়েছেন অর্জুন সিংও | পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন তিনি |
এ দিন বাগডোগরা বিমানবন্দরে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন | অভিষেকের স্ত্রীকে সিবিআই-এর নোটিস প্রসঙ্গে তিনি বলেন, “কয়লা কাণ্ডে ভাইপোর স্ত্রী এবং শ্যালিকার কাছে নোটিস গিয়েছে | আরও বেশ কিছু নোটিস গিয়েছে ববি হাকিমের মেয়ের কাছে | তারা তদন্তে সহযোগিতা করুক | তদন্ত করতে হবে | কান টানলে মাথাও আসতে পারে|দেখা যাক | ”অন্যদিকে ২০১৭ সালে দার্জিলিঙের সেই ঘটনার স্মৃতিচারণ করতে শোনা যায় দিলীপ ঘোষকে। তিনি নিজেই বলেন, ” আবার পাহাড়ে যাচ্ছি | পরিবর্তনের কথা বলতে যাচ্ছি|” প্রসঙ্গত, ২০১৭ সালে দার্জিলিং-এ গিয়ে একপ্রকার নিগৃহীত হতে হয়েছিল দিলীপ ঘোষকে | সেসময় বাকি বিজেপি নেতাদের কার্যত মারধর করা হয় বলে অভিযোগ| দিলীপকে বাদ দিয়ে বাকিদের ভর্তি করতে হয় হাসপাতালে|কিন্তু সে সময় পাশে ছিলেন বিমল গুরুং। অভিযোগ ওঠে বিনয় তামাং গোষ্ঠীর বিরুদ্ধে | পাহাড়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ | ভোটের মুখে পাহাড়ে গিয়ে কি বার্তা দেন গেরুয়া সেনাপতি সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল |