Breaking News

আরও ‘চাপে’ লাভলি মৈত্র!‘বদলা’ মন্তব্যে তৃণমূল বিধায়ক লাভলির বিরুদ্ধে হাইকোর্টে মামলা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরও চাপে লাভলি মৈত্র। আরজি কর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের অসম্মান ও ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে এবার হাইকোর্টে মামলা দায়ের হল সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে। সম্প্রতি লাভলির করা একটি ‘বদলা’ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই মন্তব্যের জন্যই সোনারপুর দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী। বুধবার আদালত লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।সোমবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে ‘বদলা নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলি। তিনি বলেন, “সিপিএমের সায়ন-সুজনরা ঘুরে বেড়ায়। তার একটাই কারণ। বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪ দাঁড়িয়ে বলছি বদল তো দূর, বদল ২০১১ তে হয়েছিল। বদলা ২০২৪-এ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল কীভাবে নামাতে হয় আমরা জানি।” লাভলির এই বক্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। একে আরজি কর কাণ্ডের পর উত্তপ্ত রাজ্য-রাজনীতি। লাগাতার আন্দোলনে চাপে শাসক দল। তারইমধ্যে লাভলির এমন মন্তব্যের পরে তাঁকে সতর্ক করে দল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তাঁকে সতর্কও করা হয়। এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয় সোনারপুর দক্ষিণের বিধায়ককে। অন্যদিকে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এবার হাইকোর্টেও মামলা দায়ের হল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *