Breaking News

‘মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল’ করার বার্তা,ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ১৪ তারিখ রাত দখলের ডাকের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। দলকে অস্বস্তিতে ফেলেই তিনি নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে প্রতিবাদে বসেছিলেন। তারপর তাঁকে সমনও পাঠায় পুলিশ। তাতে তিনি নির্দিষ্ট পোস্ট ডিলিট করলেও, নিজের মতামত থেকে সরেননি। বুধবার, আরও এক রাত দখলের আগে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। আর জি কর ইস্যুতে তোলপাড় বাংলা। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসককে হত্যার সুবিচারের দাবিতে এখনও রাস্তায় আমজনতা। এই পরিস্থিতিতে ফের এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সুখেন্দুশেখর রায়| লিখলেন, “রাত দখলের সঙ্গেই বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ।”প্রসঙ্গত, আর জি কর ইস্যুতে প্রথম থেকেই সরব সাংসদ সুখেন্দুশেখর রায়। মেয়েদের রাতদখলের আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতদখলে শামিল হওয়ার কথাও বলেছিলেন তিনি। তবে সিদ্ধান্ত বদল করে ১৪ তারিখ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ধরনায় বসেন তিনি। এখানেই শেষ নয়, পরবর্তীতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তার জেরে আইনি জটিলতার মুখেও পড়তে হয় তাঁকে। একাধিকবার তাঁকে তলব করা হয় লালবাজারে। পোস্টটি মুছেও ফেলতে হয়। তারপর একাধিক পোস্টে আর জি কর ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুখেন্দুশেখর।এবার মৌলিক অধিকার বুঝে নেওয়ার বার্তা দিলেন তৃণমূল সাংসদ। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *