দেবরীনা মণ্ডল সাহা :- কংগ্রেসে যোগ দিলেন তারকা কুস্তিগির ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করে কংগ্রেসের সদর দপ্তরে উপস্থিত হয়ে কংগ্রেসে যোগ দেন তাঁরা। যোগ দেওয়ার আগে ভারতীয় রেলের চাকরিতে ইস্তফা দিয়েছেন ভিনেশ। আপাতত তিনি একজন কংগ্রেসকর্মী হিসেবেই কাজ করতে চান বলে জানিয়েছেন। দু’জনকেই স্বাগত জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল।এদিন কংগ্রেসে যোগ দেওয়ার পরই অলিম্পিক্সে নিজের পদক বিতর্কে মুখ খুললেন ভিনেশ ফোগট৷ কংগ্রেসে যোগ দেওয়ার পর কুস্তি ফেড়ারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হন ভিনেশ৷ তিনি অভিযোগ করেন, খারাপ সময়ে বোঝা যায় কে আপন, কে পর৷ আমাদের জন্য রাস্তায় টানা হ্যাঁচ়ড়া করা হয়েছিল, বিজেপি বাদে সব দল আমাদের পাশে ছিল৷ আমি গর্বিত যে আমি এমন একটি দলে যোগ দিয়েছি যারা মহিলাদের পাশে থাকে এবং যারা সড়ক থেকে সংসদ পর্যন্ত লড়াইয়ে তৈরি৷এর পরেই অলিম্পিক্সের পদক বিতর্ক নিয়ে ভিনেশকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ তাঁকে প্রশ্ন করা হয়, অলিম্পিক্স থেকে তাঁর বহিষ্কার হওয়ার পিছনে কোনও চক্রান্ত ছিল কি না? জবাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ভিনেশ বলেন, আমি একদিন সব বিস্তারিত বলব। আমাকে মানসিক ভাবে অনেক বেশি প্রস্তুত হতে হবে। লড়াই এখনও শেষ হয়নি। ব্রিজভূষনকে বিজেপি সমর্থন দিচ্ছে। আর কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে, বিরোধীরা আমাদের সঙ্গে রয়েছেন।সম্প্রতি ভিনেশ এবং বজরং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছিলেন। তখনই পরিষ্কার হয়ে যায় দুজনেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন। আশা করা হচ্ছে, হরিয়ানা বিধানসভা থেকে নির্বাচনী লড়াই শুরু করতে চলেছেন তাঁরা। ভিনেশকে দাদরি আসনের টিকিট দেওয়া হতে পারে বলেও জল্পনা রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal