নিজস্ব সংবাদদাতা :- মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া মহম্মদ আব্বাসের ফাঁসির সাজার নির্দেশ দিল শিলিগুড়ি আদালত। রায় শুনে চোখে জল নাবালিকার পরিবারের। যাবতীয় সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে আগেই মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শনিবার ছিল রায় ঘোষণা। দোষীর মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। এ দিন বিচারক অনিতা মেহরোত্রা মাথুর ফাঁসির নির্দেশ দেন।গত বছরের ২১ অগাস্ট দার্জিলিংয়ের মাটিগাড়ায় একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুন করার অভিযোগ ওঠে। নৃশংস এই ঘটনার জেরে সেই সময় শিউরে উঠেছিল গোটা রাজ্য। সেই ঘটনায় পরে গ্রেফতার করা হয় মহম্মদ আব্বাস নামে এক যুবককে।বৃহস্পতিবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি মহকুমা আদালত। শুক্রবার যুবকের সাজা শোনানোর কথা ছিল। শুক্রবার সরকারি পক্ষের আইনজীবী উদাহরণ হিসাবে বিভিন্ন ঘটনার নজির তুলে ধরে অপরাধীর ফাঁসির পক্ষে সওয়াল করেন। পাশাপাশি অপরাধীর আইনজীবী আব্বাসের বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, তাই পরিবারের কথা ভেবে ফাঁসি রদের আবেদন জানান। তার বিরুদ্ধে ওঠা স্কুলছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ প্রমাণিত হয় বৃহস্পতিবারই।এ নিয়ে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “এদিন আমি দেশের একাধিক ঘটনার ক্ষেত্রে যেসব মামলায় ফাঁসির সাজা হয়েছিল, সেসব বিরল ঘটনার উদাহরণ দিয়ে অভিযুক্তের ফাঁসির সাজার দাবি করেছিলাম। সেই তথ্যের বিপক্ষে আসামী পক্ষের তরফে তাদের যুক্তি খাঁড়া করা হয়েছে। সব কিছু শুনে বিচারক জানান, তিনি শনিবার সাজা ঘোষণা করবেন।” এরপর শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতের এসিজেএম (পকসো) অনিতা মেহেত্রা মাথুর মৃত্যুদণ্ডের ঘোষণা করলেন। শনিবার আসামি মহম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি মহকুমা আদালত। ঘটনার পরে ১ বছর ১৪ দিনের মাথাতেই মামলার নিষ্পত্তি হল|