Breaking News

‘এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন’,নবান্ন থেকে বার্তা মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের একাধিক পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান ফেরত দিয়েছে। একাধিক পুজো কমিটি এই পুজো অনুদান ফেরত দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। এবার এই পুজো অনুদান নিয়ে কার্যত কড়া অবস্থান নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়|যেসব পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিকে অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে একথাই সাফ জানালেন মুখ্যমন্ত্রী।
এক মাস আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে অশান্ত রাজ্য তথা গোটা দেশ। এমন পরিস্থিতিতেই রাজ্যের একাধিক পুজো কমিটি সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করে। সেই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এদিন নবান্নের সভাঘর থেকে জানান, যেসব পুজো কমিটি অনুদান প্রত্যাখ্যান করেছে তাদের বাদ দিয়ে অন্য কোনও পুজো কমিটিকে সেই অনুদান দেওয়া হবে। তবে এদিন পুলিশ কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, সামনেই পুজো। কোনওরকম পরিস্থিতি কড়া হাতে মোকাবিলার নির্দেশ দেন তিনি।জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। একমাস একদিন হয়ে গেল। রোজ রোজ রাস্তায় নামলে অনেক মানুষের অসুবিধা হয়।” একই সঙ্গে সিবিআইয়ের কাছে তাঁর অনুরোধ, বিভ্রান্ত না করে মূল মামলার তদন্ত দ্রুত শেষ করুক তারা। মূল মামলার তদন্তের গতি বাড়িয়ে দ্রুত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করুক।পাশাপাশি পুজোয় ৭৫ শতাংশ বিদ্যুতের ফি মুকুবের কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, যেসব পুজো কমিটিগুলি সরকারের সামাজিক প্রকল্পের দিকগুলি বেশি করে তুলে ধরবে তাদের জন্যেও পরে ‘বিশেষ ছাড়’ দেওয়া হবে।মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসে, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তিনি বলেন, ‘দুর্গাপুজো আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে যেন কোনওরকম অশান্তি, গণ্ডগোল, কুৎসা, অপপ্রচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না।’ সেকারণে মুখ্যসচিবকে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *