Breaking News

জুনিয়র ডাক্তারদের পাশে আছি বার্তা হুগলির তৃণমূল সাংসদ রচনার আমরাও বিচার চাইছি

প্রসেনজিৎ ধর, হুগলি:- আর জি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য| জট কাটাতে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বৃহস্পতিবার সেই আলোচনা শেষ মুহূর্তে এসে ভেস্তে যায়। তবুও আন্দোলন থেকে পিছু হটেননি জুনিয়র চিকিৎসকরা। চুঁচুড়ায় শুরু হয়েছে তাঁত বস্ত্র মেলা। আর সেই মেলার উদ্বোধনে এসে শুক্রবার হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের এই মেলার পর সাংবাদিকদের মুখোমুখি হন রচনা। সেখান থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানান তিনি।এদিন হুগলির তৃণমূল সাংসদ বলেন, “আপনাদের আন্দোলনে আমরা সকলে সামিল। আমরা সবাই চাই বিচার হোক। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যার জন্য আপনারা এই ধরনের আন্দোলন করছেন, সেই ঘটনা আরও অনেক বাড়ির ভিতরে ঘটে চলেছে দিনের পর দিন। আজ প্রায় ৩৪ দিন হয়ে গেল আপনারা কোনও রকম সেবা দিচ্ছেন না। আপনাদের মনে রাখতে হবে এর জন্য অনেক মানুষ মারা যাচ্ছে। তাই করজোড়ে অনুরোধ করছি যদি মানুষের পাশে থাকেন তাহলে খুব ভাল হয়।” কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন এবার উৎসবে ফিরে আসুন সেই প্রসঙ্গে রচনা বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের মানুষ , তৃণমূল কংগ্রেসের সদস্যরা মনে করেন আমরা দিদিকে পূজনীয় স্থানে রাখি। দিদি যা বলেন তিনি চিন্তা ভাবনা করে কথা বলেন। তার কথাকে আমরা স্মরণ করি। পূজো নিশ্চয়ই হওয়া দরকার। পুজোর সাথে শুধু আনন্দ নয় প্রচুর মানুষের ব্যথা বেদনা শ্রম সবকিছু জড়িয়ে রয়েছে। যারা মন্ডপ নির্মাণ করে, তারা কত শ্রম দিয়ে মন্ডপ নির্মাণ করেন। উৎসব এলেই অনেক মানুষের রুটি- রোজগার করে সংসার চলে তাই সেটাকে ভুলে গেলে হবে না।’শুক্রবার থেকে চুঁচুড়া মাঠে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৩৯তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা। সেই মেলার উদ্বোধন করেন রচনা। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র, অসিত মজুমদার, জেলাশাসক মুক্তা আর্য প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *