প্রসেনজিৎ ধর, কলকাতা :- জুনিয়র ডাক্তারদের সঙ্গে আজও হল না মুখ্যমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিব মনোজ পন্থ। শেষ পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। দীর্ঘক্ষণ ধরে বাড়ির দরজায় অপেক্ষার পর কালীঘাটের বৈঠক শুরু করতে নিজেই উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এসে অপেক্ষারত জুনিয়র চিকিৎসকরদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈঠকের ভিডিও করা না হলেও তিনি বৈঠকে আলোচ্য বিষয়ের মিনিটস আন্দোলনকারীদের হাতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন৷জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের সব দাবি আমি মানতে পারব না৷ আজকে তোমরাই বৈঠকের জন্য সময় চেয়েছিলে৷ তোমরা ছোট, আমি বড়৷ তার পরেও এই অসম্মান কেন? আমাকে অনেক অসম্মান করছ তোমরা৷ আমি আন্দোলন করা লোক৷ তাই তোমাদের কাছে আমি ছুটে গিয়েছিলাম৷’ আন্দোলনকারীরা জানান, ঠিক কী ঘটেছে কালীঘাটে। তাঁরা দাবি করেন, বৈঠকের ভিডিয়ো চেয়েছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ পেলে দেওয়া হবে। আন্দোলনকারীদের দাবি, ‘‘আমরা চিঠিতে স্বচ্ছতার কথা বলেছি। আমরা অনেক নেমে এসে গিয়েছি। আমরা আলোচনা করতে এসেছিলাম। আমরা খুব হতাশ।’’