দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিজেদের ৫ দফা দাবি নিয়ে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর সময় চেয়ে ইমেল পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাতে উত্তর দিয়ে মুখ্যসচিব জানান, সন্ধে ৬টায় কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ডাক্তাররা জানিয়ে দিলেন নবান্নে যাওয়া ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন।স্বাস্থ্য ভবনের সামনে থেকে বাসে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা | আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেবাশিস হালদার বলেন, ‘নবান্ন অথবা স্বাস্থ্য ভবনের মতো প্রশাসনিক কোনও জায়গায় না হয়ে এই বৈঠক কেন কালীঘাটে ডাকা হল তা নিয়ে আমাদের প্রশ্ন থাকছে৷ ওখানে ডেকে আমাদের মাথায় হাত বুলিয়ে, ভয় দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না৷ আমাদের সদিচ্ছা আছে বোঝাতেই আমরা আলোচনায় যাচ্ছি৷ আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি, পাঁচটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে আলোচনা করতে চাই৷ দেখতে চাই ওনার জবাব কী হবে৷’শনিবার বৃষ্টিভেজা সকালে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের বলেন,”আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসাবে নয়। আমি আপনাদের আন্দোলনে সমব্যথী। ভাল থাকুন। সুস্থ থাকুন।” মুখ্যমন্ত্রীর এই আবেদনের পরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বলেন, “আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রী আজকে আসায় আমরা খুবই খুশি। আমাদের পাঁচদফা দাবিকে সামনে রেখেই আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রী যখন যেখানে বলবেন আমরা সেখানেই আলোচনায় বসতে রাজি।” নিজেদের অবস্থান জানিয়ে নবান্নে মেল ও করেন তাঁরা। এরপরেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের।