বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- একুশের নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি একের পর এক রাজনৈতিক সমাবেশ করছে তৃণমূলের শক্ত ঘাঁটি গুলিতে | মঙ্গলবার জয়নগর থেকে কুলতলী রথ যাত্রার মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো | দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি | মঙ্গলবার কুলতলিতে তৃণমূলের গড়ে পা রেখে ফের অভিষেককে নিশানা করলেন শুভেন্দু | দুয়ারে সরকার নয়, দুয়ারে সিবিআই, অভিষেকের স্ত্রীকে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী |
এ দিন তিনি বলেন,’ভাইপো কুলতলির মাটিতে বড় বড় কথা বলে গিয়েছিল | সিবিআই, ইডি কাঁচকলা করবে | এখন কী বলবেন বন্ধু? আজ দুয়ারে সরকার নয়, দুয়ারে সিবিআই |’ শুভেন্দুর আরও হুঁশিয়ারি,’আপনি অপেক্ষা করুন তোলাবাজ ভাইপো | আগে চেক দেখিয়েছিলাম | এবার লালার ডায়েরি দেখাব | ১৪ থেকে ২০ সাল পর্যন্ত কোথা থেকে কত টাকা তুলেছেন, সব আছে |’ এদিন সবুজসাথী প্রকল্পে স্বজনপোষণের অভিযোগ করেছেন শুভেন্দু | এদিন শুভেন্দু দাবি করেন, ‘সবুজ সাথী’ প্রকল্পে বিলি করা সাইকেলের বরাত দেওয়া হয়েছিল অভিষেকের শ্যালিকার পরিবারকে|
এদিনের সমাবেশে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়েনবিশ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়,দঃ চব্বিশ পরগণার পূর্ব জেলার সভাপতি সুনিপ দাস সহ ভারতীয় জনতা পাটির একাধিক দলীয় নেতৃত্ব |