নিজস্ব সংবাদদাতা :- তদন্তের কাজে বাধা দেওয়ার অভিযোগ| বিজেপি নেতা রাকেশ সিংয়ের দুই ছেলেকে আটক করল পুলিশ | ধৃতদের কাছ থেকে তদন্তে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা| এদিন মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বিজেপির হেভিওয়েট নেতা রাকেশ সিংয়ের বাড়িতে যায় পুলিশ | তবে তাঁর বাড়িতে পুলিশকে ঢুকতে বাধা দেয় সিআইএসএফ | প্রয়োজনে রাকেশ সিংয়ের বাড়ির দরজা ভাঙার জন্য হাতুড়ি, শাবল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে প্রস্তুত হয় পুলিশ | তবে সেরকম কোনও পদক্ষেপ করতে হয়নি | প্রায় ২ ঘণ্টার অপেক্ষার পর সাত জন পুলিশকে ভিতরে ডুকতে দিতে বাধ্য হন তাঁরা | বিকেল ৫ টায় অবশেষে বাড়ির ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা | সেই সময়ই জানা গিয়েছিল, এদিনই গোটা বাড়িতে তল্লাশি চালানো হবে | তল্লাশি শেষে রাত আটটা নাগাদ রাকেশ সিংয়ের বাড়ি থেকে বের হন পুলিশ আধিকারিকরা | সন্ধেয় রাকেশ সিংয়ের দুই ছেলে সাহেব ও শুভমকে আটক লালবাজারে নিয়ে যায় পুলিশ| তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, কাজে বাধা দেওয়ার অভিযোগেই আটক করা হয়েছে এই দুই যুবককে |