Breaking News

চন্দ্রনাথ, বিকাশদের বাড়িতে ঢুকতেই দিল না বীরভূমের ‘বাঘ!

প্রসেনজিৎ ধর :-গরু পাচার মামলায় জামিনে মুক্ত হয়ে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ফিরেছেন নিজের ঘরে, নিজের গড়ে। বোলপুরের নিচুপট্টির বাড়িতে বসার পরই ফিরল তাঁর পুরনো দাপট। তাঁর বিপদের দিনে যাঁরা দূরত্ব বাড়িয়েছিলেন, তাঁদের মোটেই ঘেঁষতে দিলেন না কাছে। তাঁরা এলেন, কেষ্টর ঘরে ঢুকলেন। কিন্তু কথা বলতে না পেরে ফের বেরিয়ে চলে গেলেন। অর্থাৎ গত ২ বছরে দলের সকলের ভূমিকা মনে রেখে তবেই জনসংযোগ করছেন জেলা তৃণমূল সভাপতি।মঙ্গলবার বীরভূমে ফেরার কয়েক ঘণ্টার মধ্যে সেই বাঘের চেহারায় দেখালেন অনুব্রত মণ্ডল। বাড়ির বাইরে অগুণতি মানুষের ভিড়। নিজে এগিয়ে এসে কর্মী, সমর্থকদের সঙ্গে দেখা করলেন বটে তবে কেষ্টর চৌকাঠে পৌঁছেও দেখা করার ছাড়পত্র পেলেন না রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী-সহ জেলার একাধিক নেতা। সূত্রের দাবি, কাদের কাদের ঢুকতে দেওয়া হবে না, সেই তালিকা নাকি আগেই নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দিয়েছিলেন কেষ্ট মণ্ডল |
সেই তালিকায় যে রাজ্যের মন্ত্রীর নামও থাকতে পারে, তা অবশ্য অনেকেই কল্পনাও করেননি। এদিন রীতিমতো উৎসবের মেজাজে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। বাড়ির নিচেই বসেছেন দীর্ঘক্ষণ। তাঁকে ঘিরে ছিলেন অনুগামীরা। আর দিল্লি থেকে সবসময়ের জন্য কাছে রয়েছেন মেয়ে সুকন্যা। আর এই বাড়িতে অনুব্রতর সঙ্গে দেখা করতে সকলের প্রবেশ অবাধ হল না মঙ্গলবার। বিপদে যাঁরা দূরত্ব বাড়িয়েছেন, তাঁদের কেউই জেলা সভাপতির কাছে গিয়ে কথা বলতে পারলেন না। ঘরে ঢুকেও বেরিয়ে আসতে হল। তার মধ্যে অন্যতম মন্ত্রী তথা খাস বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বাড়ির বাইরে পাহারায় থাকা নিরাপত্তারক্ষীরাই ঘরে ঢুকতে দিলেন না তাঁদের।যদিও অনেকের সঙ্গে হেসে দীর্ঘক্ষণ গল্প করেছেন কেষ্ট। অন্যদিকে নলহাটির বিধায়ক রাজেন্দ্র সিং, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা-সহ অনুগামীরা কথা বলেছেন দীর্ঘক্ষণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *