Breaking News

পুজোর সমস্ত ছুটি বাতিল! দেখে নিন কতদিনের জন্য বাতিল হল পুলিশের ছুটি?জানানো হল বিজ্ঞপ্তি দিয়ে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রতি বছরের মতো এই বছরেও উৎসবের মরসুমে ছুটি নেই পুলিশের। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ছুটি নিতে পারবেন না পুলিশকর্মী এবং পুলিশ আধিকারিকেরা। জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ের মধ্যে ছুটির আর্জিও মঞ্জুর করা হবে না বলে জানানো হয়েছে।হাতে আর কয়েকদিন, তারপরই শুরু বাংলার সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পুজো৷ কয়েকদিনের মধ্যেই বাংলা জুড়ে শুরু হয়ে যাবে সাজো সাজো রব৷ এই উপলক্ষে রাজ্য পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হল৷
পুজোর সময় কলকাতা-সহ রাজ্যে ব্যাপক জনসমাগম হয়৷ তাই প্রতিবছরের মতোই এই বছরও পুলিশ কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার৷ আরজি করের ঘটনাকে সামনে রেখে উৎসবের মরসুমেও কোথাও কোথাও প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এই সব পরিস্থিতি মাথায় রেখে কলকাতায় তো বটেই, উৎসবের মরসুমে গোটা রাজ্যেই নিরাপত্তা নিশ্ছিদ্র করতে চাইছে পুলিশ। তাই অন্য বারের তুলনায় পুলিশ এবার একটু বেশিই সাবধানি। বুধবারই পুজোর সময় কলকাতার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছেন পুলিশ কমিশনার মনোজ। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ছুটি বাতিলের বিষয়টি সমস্ত কর্মী এবং আধিকারিকদের জানিয়ে দেওয়ার জন্য সকল আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার-সহ শীর্ষ পদাধিকারীদের নির্দেশ দেওয়া হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *