Breaking News

রেশন দুর্নীতিতে হাজার কোটির লেনদেন! অতিরিক্ত চার্জশিটে বলল ইডি, নাম জুড়ল রহমান ভাইদেরও,ইডির চার্জশিটে চাপে জ্যোতিপ্রিয় মল্লিক?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রেশন দুর্নীতি কাণ্ডে ১০০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে চার্জশিটে দাবি করল ইডি৷ বেআইনি এই লেনদেনে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও জড়িত বলে চার্জশিটে দাবি করল ইডি৷ এদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে রেশন দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি৷ সেই চার্জশিটেই বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ১৫৭ পাতার নতুন এই চার্জশিটের সঙ্গে প্রমাণ হিসেবে প্রায় তিন হাজার নথি জমা দিয়েছে ইডি৷ তদন্তকারী সংস্থার দাবি, রেশন দুর্নীতির বেআইনি লেনদেনের সূত্র ধরে ৩৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে৷রেশন দুর্নীতি মামলায় এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর। এই চার্জশিটে নতুন চার জনের নাম উল্লেখ করেছে তারা। এছাড়াও অভিযুক্তদের সঙ্গে যুক্ত চারটি সংস্থার কথাও জানিয়েছে ইডি।শনিবার ব্যাঙ্কশাল আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অতিরিক্ত চার্জশিট জমা করে ইডি। তবে, এই মামলার শুনানি চলছে সিবিআইয়ের বিশেষ আদালতে। শনিবার আদালত বন্ধ থাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট জমা করেন তদন্তকারীরা। ইডির তরফে এই চার্জশিট সিবিআইয়ের বিশেষ আদালতে পাঠিয়ে দেওয়ার আবেদনও করা হয়।১৫৭ পাতার নতুন এই চার্জশিটের সঙ্গে প্রমাণ হিসেবে প্রায় তিন হাজার নথি জমা দিয়েছে ইডি৷ তদন্তকারী সংস্থার দাবি, রেশন দুর্নীতির বেআইনি লেনদেনের সূত্র ধরে ৩৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে৷চার্জশিটে ইডি দাবি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত আনিসূর এবং আলিফের মাধ্যমেই মূলত আর্থিক লেনদেন হত৷ তবে চার্জশিটে জ্যাতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানের সঙ্গেও লেনদেনের উল্লেখ করা হয়েছে৷ এর পাশাপাশি চার্জশিটে দুই রেশন ডিস্ট্রিবিউটর ও চার সংস্থার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে ইডি৷ এই দুই ব্যবসায়ীর মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি চার্জশিটে৷প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক নিজেও বার বার অসুস্থার কারণ দেখিয়ে আদালতে জামিনের আর্জি জানিয়েছে৷ ইডি-র এই নতুন চার্জশিটের ফলে জ্যোতিপ্রিয়র জেলে মুক্তি আরও কঠিন হয় কি না, সেটাই এখন দেখার৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *