Breaking News

উত্তরবঙ্গ থেকে ফিরেই পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী!প্রথম দিন তাঁর হাত ধরে খুলবে শ্রীভূমি মণ্ডপের দ্বার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে মঙ্গলবার তিনি যেতে পারেন শ্রীভূমির পুজো উদ্বোধনে। গত কয়েক বছর দেখা গিয়েছে, দেবীপক্ষের সূচনার আগে উত্তর শহরতলীর এই ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই প্রাথমিক ভাবে দাবি করেছেন এই পুজোর উদ্যোক্তা ও রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।এই বছর শ্রীভূমির মণ্ডপ তৈরি হচ্ছে বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে।মুখ্যমন্ত্রীর হাত ধরে এই বছরও কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলির দুয়ার খুলে যাবে দর্শনার্থীদের জন্য। আর তা মহালয়ার আগে থেকেই। এবার মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ফিতে কেটে শুরু করছেন পুজোর উদ্বোধন। দুর্গাপুজোয় প্যান্ডেলপ্রেমীদের বিশেষ আকর্ষণ থাকে এই পুজো মণ্ডপটির দিকে। দমকল মন্ত্রী সুজিত বসু নিজে এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে থাকেন। আর এবারও সেই পুজোতে থাকছে চমক। এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি পুজোর কর্মকর্তা সুজিত বসু বলেন, ‘১ তারিখে পুজো উদ্বোধনের পাশাপাশি, দমকলের কয়েকটি গাড়ি ও বাইকও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *