প্রসেনজিৎ ধর:- ২০ শতাংশ বোনাসের দাবিতে আজ সোমবার পাহাড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। বনধকে সফল করতে আজ সকাল থেকেই পাহাড়ের পথে নামেন শ্রমিকরা। আর এবার বনধ নিয়ে কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”চা শ্রমিকদের বোনাস নিয়ে যা সমস্যা, লেবার কমিশন দেখছে। ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধান হবে। আমাদের হস্তক্ষেপের কিছু নেই।” এর পরই বলেন, ”কোনও বন্ধ হচ্ছে না। বাংলায় বন্ধ হয় না। এটা রাজনৈতিকভাবে অশান্তি করার চেষ্টা।”উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার শিলিগুড়ি গিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেলে সেখানে প্রশাসনিক বৈঠক করেন। সোমবার দুপুরেই বাগডোগরা হয়ে কলকাতা ফিরেছেন। তাঁর এই ঝটিকা সফরের মাঝেই পাহাড়ে ধর্মঘটের ডাক দিয়েছে চা শ্রমিক সংগঠনগুলি। সকাল থেকে স্তব্ধ দার্জিলিং। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে। এই পরিস্থিতি বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, ”কোথাও বন্ধ হচ্ছে না। আমরা কোনও বন্ধ সমর্থন করি না। তরাই-ডুয়ার্সে কেউ কেউ রাজনৈতিকভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আর বোনাসের বিষয়টা লেবার কমিশন দেখছে, ওরা যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমরা হস্তক্ষেপ করব না।”
প্রসঙ্গত, ৭ বছর পর ফের পাহাড়ে বনধ হল। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোনও বনধ হয়নি। বাংলায় কোনও বনধ হয় না। রাজনৈতিকভাবে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হচ্ছে।’ উল্লেখ্য, রাজ্যের প্রশাসনিক প্রধান যখন উত্তরবঙ্গ সফরে ঠিক সেই সময়ে পাহাড়ে বনধ বেশ তাৎপর্যপূর্ণ। চা শ্রমিকদের দাবি, ২০শতাংশ বোনাস দিতে হবে। সেই দাবিতে ১২ ঘণ্টার বনধ পাহাড়ে।বনধ ডেকেছে চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ৷ বনধের সমর্থনে এদিন সকাল থেকেই রাস্তায় নামেন চা শ্রমিকেরা।